ভলকানো পাহাড়

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

লিখেছেন, সিয়াম আল মাহমুদ
১৭.০২.২০১৫ (০১:২৮ দুপুর)


আগ্নেয়গিরির অগু্ন্যৎপাতের ঘটনা বিশ্বের অন্যতম ভয়ানক দুর্যোগের একটি। গত ৫০০ বছরে কমপক্ষে ২ লাখ লোক মৃত্যুবরণ করেছে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায়। আজ অবধি পৃথিবীতে প্রায় ১৫১০টি সত্রিয় আগ্নেয়গিরি আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে ৮০টি বা তার বেশি আবার সমুদ্রের নিচে। এসব ভলকানো পাহাড় বা আগ্নেয়গিরির মূল বিপদটি হচ্ছে, উত্তপ্ত গলিত পাথর, ছাই আর গ্যাস বের হয়ে জনপদের দিকে ধেয়ে আসা। আগ্নেয়গিরির গলিত পাথর ও ছাইগুলোর তাপমাত্রা এতটাই বেশি থাকে, প্রমাণ লাভার স্রোতে লাভার তাপমাত্রা থাকে ৭০০-১২০০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। পৃথিবীর ভেতরের দিকে যে গ্যাসগুলো জমা হয় সেগুলোই অতিরিক্ত তাপ ও অতিরিক্ত চাপের ফলে পৃথিবীর ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে এসব ভলকানো পাহাড়ের সৃষ্টি হয়। সক্রিয় আগ্নেয়গিরি প্রায়ই অগ্ন্যুৎপাত করে। এ পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি হলো মাওনা লোয়া। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার হাওয়াই দ্বীপে। মাওনা লোয়া ৪,১৭০ মিটার লম্বা। এটি মাউন্ট এভারেস্টের চেয়েও বড়। ১৮৭৩ সাল থেকে এই আগ্নেয়গিরি আজ অবধি ৩৩ বার অগ্ন্যুৎপাত করেছে।

পূর্বে প্রকাশিত ==>> এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Visit Siam's profile on Pinterest.

এই ব্লগটি সন্ধান করুন

Facebook

Ads